গবাদিপশুর ভিটামিন A এর অভাব জনিত সমস্যা ও সমাধান


গবাদিপশুর ভিটামিন A এর অভাব জনিত সমস্যায় গবাদিপশু এর অনেক সমস্যার তৈরী হয়ে থাকে আর তাই আমাদের সচেতন হতে হবে যাতে গবাদিপশুর যেন ভিটামিন এ এর অভাব না হয়। ভিটামিন 'এ' চর্বিতে দ্রবণীয় কিন্তু পানিতে দ্রবনীয় নয়। সবুজ ঘাস, সবুজ লতাপাতা এবং শাকসবজিতে প্রচুর পরিমানে ভিটামিন 'এ' থাকে। মাঠে চরে যেসব পশু উপরিউক্ত সবুজ ঘাস ও লতাপাত খায়, তাদের ভিটামিন 'এ' এর অভাব হয় না। তবে যে সব পালনে পশুকে কেবলমাত্র খড় ও দানাদার খাদ্য খাওয়ানো হয় সেসব পশুতে ভিটামিন 'এ' এর অভাব দেখা দেয়। পশুর শূকতে ভিটামিন 'এ' প্রচুর পরিমাণে থাকে বলে যকৃত রােগে ভিটামিন 'এ' এর অভাব দেখা দেয়।

অভাবজনিত লক্ষণঃ

১• এই ভিটামিনের অভাবে পশুরাত্রে দেখে না বা অল্প দেখে। 
২• 'এ' ভিটামিনের অভাব বেশি হলে পশুর মাংসপেশীর অসামঞ্জস্য দেখা দেয়। 
৩• এতে পশুর হাঁটা চলায় অসুবিধা হয়। 
৪• 'এ' ভিটামিনের অভাবে পশুর চামড়া খসখসে ও লােম রুক্ষ হয়। 
৫• পশুর চোখ ফুলে যায় এবং চোখে সাদা পিচুটি জমে। 
৬• সময়মত সঠিক চিকিৎসা না করলে পশু অন্ধ হয়ে যায়।

প্রতিকারঃ 
গবাদিপশুর ভিটামিন A এর অভাব জনিত সমস্যার সমাধান এর জন্য আমাদের নিম্ন উল্লেখিত বিষয়গুলো মেনে চললে গবাদিপশুকে ভিটামিন এ এর অভাব জনিত রোগ দেকে রক্ষা করা যাবে ইনশা আল্লাহ্। 

 ১• ভিটামিন 'এ' এর অভাব হলে পশুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে। 
২• দানাদার খাবারের সাথে কৃত্রিম ভিটামিন 'এ' মিশিয়ে খাওয়াতে হবে। 
৩• জন্মের পরপরই বাচ্চাকে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। 

Vitamin A A lack of Vitamin A can cause a large array of issues: miscarriages, infertility, weak babies, cough, raspy breathing, diarrhea, decreased milk production, crooked head, thick nasal discharge, and even hair loss. Vitamin A supplements are available by injections, loose minerals, or multi-vitamin pastes. 

রেফারেন্স: MD Jahangir Alom Shahin. Shahin Goatfarm We Love Goat Farming.

Comments