Posts

Showing posts from May, 2022

গবাদিপশুর ভিটামিন D এর অভাব জনিত সমস্যা ও সমাধান

Image
  গবাদিপশুর ভিটামিন D এর অভাব জনিত সমস্যা সমূহঃ ভিটামিন ‘ডি’ এমন একটি ভিটামিন যা পানিতে দ্রবণীয় নয়, তবে চর্বিতে দ্রবণীয়। দেহে ক্যালসিয়াম ও ফসফরাসের স্বল্পতার কারণে ভিটামিন ‘ডি’ এর অভাব হয়। পশুর দেহে সূর্যরশ্মি পড়ে ভিটামিন ‘ডি’ তৈরি হয় যেসব পশু মাঠে চড়ে বেড়ানাের সময় প্রচুর সূর্যালােক পায়, তাদের সাধারনত ভিটামিন ‘ডি’ এর অভাব হয় না। গবাদিপশুর ভিটামিন D এর  অভাবজনিত লক্ষণ সমূহঃ ১• এই ভিটামিনের অভাবে বাচ্চার হাড় ও দাঁতের গঠন মজবুত হয় না। ২• হাড় নরম হয়ে বেঁকে যায়, যাকে রিকেটস বলে। ৩• পশুর ক্ষুধাহীনতা দেখা দেয়। ৪• পশু না খাওয়ার কারণে ক্রমশ দুর্বল ও কর্মক্ষমহীন হয়ে পড়ে। ৫• পশুর প্রজনন ক্ষমতা কমে যায়। গবাদিপশুর ভিটামিন D এর অভাব জনিত সমস্যা সমূহ এর  প্রতিকারঃ পশুকে পর্যাপ্ত পরিমাণে সূর্যালােক পাওয়ার ব্যবস্থা করতে হবে তাছাড়া খাবারের সাথে কৃত্রিম ভিটামিন ‘ডি’ মিশিয়ে খাওয়ালে অভাব অনেকটা পূরণ করা যায়। তথ্যসুত্রঃ  http://www.ebookbou.edu.bd/…/SARD/BAged/bae_4303/Unit-05.pdf

গবাদিপশুর ভিটামিন A এর অভাব জনিত সমস্যা ও সমাধান

Image
গবাদিপশুর ভিটামিন A এর অভাব জনিত সমস্যায় গবাদিপশু এর অনেক সমস্যার তৈরী হয়ে থাকে আর তাই আমাদের সচেতন হতে হবে যাতে গবাদিপশুর যেন ভিটামিন এ এর অভাব না হয়। ভিটামিন 'এ' চর্বিতে দ্রবণীয় কিন্তু পানিতে দ্রবনীয় নয়। সবুজ ঘাস, সবুজ লতাপাতা এবং শাকসবজিতে প্রচুর পরিমানে ভিটামিন 'এ' থাকে। মাঠে চরে যেসব পশু উপরিউক্ত সবুজ ঘাস ও লতাপাত খায়, তাদের ভিটামিন 'এ' এর অভাব হয় না। তবে যে সব পালনে পশুকে কেবলমাত্র খড় ও দানাদার খাদ্য খাওয়ানো হয় সেসব পশুতে ভিটামিন 'এ' এর অভাব দেখা দেয়। পশুর শূকতে ভিটামিন 'এ' প্রচুর পরিমাণে থাকে বলে যকৃত রােগে ভিটামিন 'এ' এর অভাব দেখা দেয়। অভাবজনিত লক্ষণঃ ১• এই ভিটামিনের অভাবে পশুরাত্রে দেখে না বা অল্প দেখে।  ২• 'এ' ভিটামিনের অভাব বেশি হলে পশুর মাংসপেশীর অসামঞ্জস্য দেখা দেয়।  ৩• এতে পশুর হাঁটা চলায় অসুবিধা হয়।  ৪• 'এ' ভিটামিনের অভাবে পশুর চামড়া খসখসে ও লােম রুক্ষ হয়।  ৫• পশুর চোখ ফুলে যায় এবং চোখে সাদা পিচুটি জমে।  ৬• সময়মত সঠিক চিকিৎসা না করলে পশু অন্ধ হয়ে যায়। প্রতিকারঃ  গবাদিপশুর ভিটামিন A এর