গবাদিপশুর ভিটামিন D এর অভাব জনিত সমস্যা ও সমাধান

 

গবাদিপশুর ভিটামিন A এর অভাব জনিত সমস্যা ও সমাধান


গবাদিপশুর ভিটামিন D এর অভাব জনিত সমস্যা সমূহঃ

ভিটামিন ‘ডি’ এমন একটি ভিটামিন যা পানিতে দ্রবণীয় নয়, তবে চর্বিতে দ্রবণীয়। দেহে ক্যালসিয়াম ও ফসফরাসের স্বল্পতার কারণে ভিটামিন ‘ডি’ এর অভাব হয়।

পশুর দেহে সূর্যরশ্মি পড়ে ভিটামিন ‘ডি’ তৈরি হয় যেসব পশু মাঠে চড়ে বেড়ানাের সময় প্রচুর সূর্যালােক পায়, তাদের সাধারনত ভিটামিন ‘ডি’ এর অভাব হয় না।


গবাদিপশুর ভিটামিন D এর অভাবজনিত লক্ষণ সমূহঃ

১• এই ভিটামিনের অভাবে বাচ্চার হাড় ও দাঁতের গঠন মজবুত হয় না।
২• হাড় নরম হয়ে বেঁকে যায়, যাকে রিকেটস বলে।
৩• পশুর ক্ষুধাহীনতা দেখা দেয়।
৪• পশু না খাওয়ার কারণে ক্রমশ দুর্বল ও কর্মক্ষমহীন হয়ে পড়ে।
৫• পশুর প্রজনন ক্ষমতা কমে যায়।


গবাদিপশুর ভিটামিন D এর অভাব জনিত সমস্যা সমূহ এর প্রতিকারঃ

পশুকে পর্যাপ্ত পরিমাণে সূর্যালােক পাওয়ার ব্যবস্থা করতে হবে তাছাড়া খাবারের সাথে কৃত্রিম ভিটামিন ‘ডি’ মিশিয়ে খাওয়ালে অভাব অনেকটা পূরণ করা যায়।

তথ্যসুত্রঃ http://www.ebookbou.edu.bd/…/SARD/BAged/bae_4303/Unit-05.pdf


Comments